কুমিল্লার বিবিরবাজার কবি নজরুল শিশু নিকেতন প্রি-ক্যাডেট স্কুলের নতুন ভবনের নামফলক নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ করে পলাতক ফ্যাসিস্টদের নাম এখনো বহাল রয়েছে এই ভবনের নামফলকে।
২০১৬ সালের ১৮ নভেম্বর, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এই ভবনের শুভ উদ্বোধন করেন। একই প্রতিষ্ঠানের ২০১৯-২০২০ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ভবনের উদ্বোধন করেন আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
এলাকাবাসী জানান, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, ব্যাপক সহিংসতা এবং গণহত্যার ঘটনায় একাধিক মামলার আসামি সহিদ ও মামুন বর্তমানে পলাতক। তাদের নামফলক বহাল থাকা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হলেও কথিত বিএনপির লোকজনের কারণে তা ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না।
প্রধান শিক্ষিকা ও প্রকল্প সেক্রেটারি সেলিনা আক্তার বলেন, “মানুষের অর্থায়নে পরিচালিত এ প্রতিষ্ঠান। কাজ চলছে, আমরা ফ্যাসিস্টদের নাম সরিয়ে নিচ্ছি।”